গতকাল আওয়ামী লীগের মিছিলের পর উত্তরায় রাতভর অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে এই মায়ের সন্তান ও রয়েছে। এই মায়ের সন্তান দর্জির কাজ করে, পুলিশের দাবি গতকালকের মিছিলের ছবিতে নাকি ছেলেটাকে দেখা গেছে। তবে তার মা বলছে সে কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না। ছেলেটা যদি আওয়ামীলীগের মিছিলেও থাকে তাহলে রাষ্ট্রের কোন আইনে তাকে গ্রেফতার করা জায়েজ? এই মা যখন অসহায়ের মতো আহাজারি করছিলো, তখন দাঁত কেলিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দম্ভের সাথে গাড়ির গ্লাস লাগিয়ে চলে যায়।
এভাবেই চলছে নতুন বাংলাদেশ। যারা মব তৈরি করে লু’টপাট, ভাং’চুর, চাঁ’দাবাজি করছে তারা সগৌরবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যারা শান্তিপূর্ণ মিছিল করছে তাদের বিনা অপরাধে গ্রে’ফতার করা হচ্ছে।
রুখে দাঁড়াও বাংলাদেশ
Leave a Reply