বারহাট্টায় চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বহিষ্কার ১

বারহাট্টায় চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বহিষ্কার ১

পলাশ খান, নেত্রকোনা : মঙ্গলবার ১৫  এপ্রিল উপজেলার বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে  বহিস্কার করা হয়েছে। 

জানা যায় ওই শিক্ষার্থী বারহাট্টা উপজেলার চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ করে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান এতথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই কেন্দ্রের একটি কক্ষ থেকে একজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্রের সঙ্গে মিল আছে এমন নোটের (গাইড) ৪টি কপি পাওয়া যায়। কেন্দ্র থেকে ট্যাগ অফিসার বিষয়টি অত্র কেন্দ্রের হল সুপারকে অবগত করলে হল সুপার অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

তিনি আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এসএসসি পরীক্ষায় অসদুপায় যারাই করার চেষ্টা করবে তাদেরকেই বহিস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Emon